পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : আগামীকাল ২২ জানুয়ারি থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রিকন্ডিশন গাড়ি মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত এ মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। বিক্রয় ডটকমের উদ্যোগে যৌথ ব্যবস্থাপনায় মেলা আয়োজন করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ও স্প¬্যাশ গ্রুপ। মেলা থেকে আগ্রহী ক্রেতারা পছন্দের গাড়ি কিনতে পারবেন। বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি, বীমা, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করছে। বিক্রয় ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মিশা আলী বলেন, বারভিডা কার এক্সপোর অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। বিক্রয় ডটকম পরিবেশের ওপর তার অবদানের ব্যাপারে খুবই সচেতন। বারভিডা কার এক্সপো ক্রেতা এবং দর্শনার্থীদের যানবাহন শিল্পে ব্যবহৃত নানা ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা দেবে এবং সচেতনতার সৃষ্টি করবে। বিক্রয় ডটকম প্রেজেন্টস বারভিডা কার এক্সপোর সার্বিক ব্যবস্থাপনায় আছে স্প¬্যাশ গ্রুপ। মেলার গোল্ড স্পন্সর আইপিডিসি, রিল্যায়েন্স ইনস্যুরেন্স, সানজি সিএনজি কনভারশন, ওমেরা লুব্রিকেন্টস, নাভানা ব্যাটারি। কো-স্পন্সর শেল লুব্রিকেন্টস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।