Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যবিপ্রবিতে র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে একটি র‌্যালি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশাসনিক ভবনের নিচে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তৃতা রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। তিনি বলেন ‘আমরা আমাদের প্রাণের বাংলাদেশকে যতটুকু ভালবাসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঠিক ততটুকুই ভালবাসতে হবে। তার আদর্শকে বুকে ধারণ করতে হবে। আমাদের চেতনায় বঙ্গবন্ধু থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন তথা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আলম হোসেন, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান জাহিদ, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন, যবিপ্রবি শেখ হাসিনা হলের সভাপতি শিলা আক্তার, সাধারণ সম্পাদক হুমাইরা আজমির এরিন প্রমুখ। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহীন শাহ্্। অনুষ্ঠানটি পরিচালনা করেন যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ