Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের দায়ে দুইজনের ফাঁসি

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ৫:২৬ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে এক র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যার দায়ে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার বুনিয়া এলাকার মৃত নাসির হাওলাদারের ছেলে আবুল বাশার হাওলাদার (৩৫) ও একই উপজেলার তিওকাটা এলাকার আফতাব আলীর ছেলে হারুন ঘরামী ওরফে বাবুল (৪৫)। রায় ঘোষণার সময় আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাকসাখোলা এলাকার মৃত আব্দুল লতিফ শেখের ছেলে শেখ ওমর আলী র‌্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে কর্মরত ছিলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা ওরফে সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন; পরে মারা যান।

স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দু’জনকে আসামি করে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো.সামসুল হক আব্দুল বাশার হাওলাদার,হারুন ঘরামী ওরফে বাবুল,সোনা মিয়া,রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে ফাঁসির আদেশ ও জরিমানা করা হয়। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন মো. আসলাম সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ