বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে দূরপাল্লার একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাকের ড্রাইভারসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছেন।
ঘটনার সময় রাফিন সাফিন পরিবহনের একটি বাস ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিলো। এ সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৮১৫৪) ওই বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগায়। এতে বাসের ড্রাইভার মো. জাহাঙ্গীর আলম (৪২), সুপারভাইজার মো. নুর আলম (৪০) রক্তাক্ত আহত হন।
এ ঘটনায় পরিবহনের যাত্রীরা ট্রাকের ড্রাইভার কবির হাওলাদারকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় আরএম আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।