Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ২:৪৩ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপু‌র সি‌টি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গাড়ির ধাক্কায় রিয়াজ সিকদার (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ ময়মন‌সিংহের নন্দাইল থানার চরভেলমারি এলাকার হেলাল সিকদারের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

নাও‌জোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, সকালে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক‌টি গাড়ি ‌রিয়াজকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন নেছা মেমো‌রিয়াল মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াজের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ