Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজের হীরক জয়ন্তী ২৩ মার্চ

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর সরকারি এমএম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ মার্চ দিনব্যাপি কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান এ উৎসব আয়োজনের প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রফেসর মিজানুর রহমান জানান, ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর এ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর সরকারি এমএম কলেজ পথচলার ৭৫ বছর পার করেছে। এর আগে রজতজয়ন্তী, সূবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ থাকলেও ইতোপূর্বে তা সম্ভব হয়নি। এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব উদযাপন করবেন। আগামী ২৩ মার্চ এ উৎসব উদযাপিত হবে। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শোভাযাত্রা শেষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান আরও জানান, এ উৎসবে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ৫শ’ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, শিক্ষক পরিষদের সম্পাদক এআইএম শরীফ হোসেন, য্গ্মু সম্পাদক আব্দুল্লাহ হেল জাকারিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ