Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে লোকনাথ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসময় ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকনাথ জানান, রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল ও রড নিয়ে এসে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা আলমারির চাবি না দেয়ায় লোকনাথকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে । পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, ৪৫ ভরি রুপা ও নগদ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে লোকনাথের বড় ভাই দিলীপের ঘরে ডাকাতি করতে গেলে স্থানীয়রা টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ডাকাতির কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ফেনসিডিলসহ বৃদ্ধ আটক
রূপগঞ্জে ১৫ বোতল ফেনসিডিলসহ আমান উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লাভরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমান উল্লাহ ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, আমান উল্লাহ লাভরাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। সোমবার রাতে স্থানীয় জনতা ১৫ বোতল ফেনসিডিলসহ আমান উল্লাহকে আটক করে। পরে সকালে পুলিশকে খবর দিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ