Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে জাল দলিল করে জমি দখলের চেষ্টার ঘটনায় তদন্তে পিবিআই

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে জাল দলিল করে একটি ভূমিদস্যু চক্র ১৬৫ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমিটির প্রকৃত মালিক আজিজুর রহমান মোল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তের জন্য ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। তদন্তে দলিল জাল করার প্রমাণও পাওয়া গেছে। মামলার বিবরণে জানা গেছে, সাভার উপজেলার বুড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত মগর আলী মোল্লার পুত্র আজিজুর রহমান মোল্লা (৬০) পৈতৃক ও ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে ভোগদখল করে আসছে। এরই মধ্যে গোমাইল এলাকার ভূমিদস্যু মোসলেম উদ্দিনের নেতৃত্বে একটি চক্র তার ১৬৫ শতাংশ জমি জাল দলিল করে দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে আজিজুর রহমান আদালতে ভূমিদস্যু মোসলেম উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা (নং-১৬৮(ক)/১৬) দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তফা তদন্ত করে জানতে পারেন, ১৯৬৯ সালে সাভার সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৬৭৮৭ নং দলিলে আজিজুর রহমানের চাচা দারোগ আলী মোল্লা কছিম উদ্দিন ও ছমির উদ্দিনকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। পরে দলিলটি সন্দেহ হলে তদন্ত কর্মকর্তা জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুমে আবেদন করে ৬৭৮৭ নং দলিল উত্তোলন করে দেখেন দলিল দাতা বিশ্বনাথ মÐল ও গ্রহীতা গেন্দু মিয়া, ডাউরী মিয়া, আজগর হোসেন ও পঞ্জুত আলী। মামলার বাদী আজিজুর রহমান মোল্লার ভাতিজা আব্দুল কাদের মোল্লা জানান, ভূমিদস্যু চক্রটি দলিল নাম্বার ঠিক রেখে দাতা গ্রহীতার নাম বদল করে একটি জাল দলিল তৈরি করে। এছাড়া এ চক্রটি বিভিন্নভাবে আমাদের হুমকি ধমকি দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তিনি বলেন, পিবিআই-এর তদন্তের মোসলেম উদ্দিন, ওসমান আলী, হাবিজ উদ্দিন ওরফে হাবুন, সফিজ উদ্দিন ওরফে সবুনের বিরুদ্ধে দলিল জাল করার সত্যতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ