Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আবদুল্লাহর

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া শিশু হাফেজ আবদুল্লাহ (১২) নিখোঁজ হওয়ার ৬ দিনেও তার কোনো সন্ধান মেলেনি। আবদুল্লাহ উপজেলার সাপলেজা নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও কালিকাবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার পুত্র। থানা সূত্রে জানা যায়, গত ২ মার্চ হাফেজ আবদুল্লাহ কচুবাড়িয়া গ্রামে তার নানাবাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আবদুল্লাহ বাবা মঞ্জু মিয়া মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঠবাড়িয়া খানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ শিশু আবদুল্লাহর সন্ধানে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে ভিজিডি কার্ড দেয়ার নামে দুঃস্থ নারীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খাদিজা বেগম (৫০) নামের এক বৃদ্ধকে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐাদেশ প্রদান করেন ভ্রামমাণ আদালত। জানা যায়, কচুবাড়িয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী খাদিজা বেগম একই এলাকার রিনা বেগমকে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে উৎকোচ হিসেবে ২ হাজার টাকা গ্রহণ করে। গত সোমবার বিকেলে স্থানীয় সাপলেজা ইউনিয়ন পরিষদে বিষয়টি জানাজানি হলে বৃদ্ধ খাদিজাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় দোষ স্বীকার করলে নির্বাহী কমর্ কর্তা এস এম ফরিদ উদ্দিন গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দÐাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ