Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমতলীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : আমতলীর চাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫-৬ মার্চ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগেতা-২০১৭। সহকারী শিক্ষা কর্মকর্তা মেহেরুন্নেছা বেগমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বাথীয়া সুলতানার আমন্ত্রণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ হারুন অর রশিদ, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন মোঃ নাসির উদ্দিন, সদস্য জেলা পরিষদ বরগুনা, সিনিয়র সাংবাদিক তালুকদার মোঃ কামাল, সাংবাদিক জিল্লুর রহমান জলিল, মাছরাঙ্গা টেলিভিশন, পটুয়াখালী, এ কে এম জিল্লুর রহমান, সভাপতি বরগুনা প্রাঃ শিঃ সমিতি, মোঃ রবিউল আলম, সভাপতি প্রাঃ শিঃ সমিতি, আমতলী, মোঃ হাবিবুর রহমান, সাঃ সম্পাদক আঠারগাছিয়া ইউনিয়ন আঃ লীগ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকাস্থ দিলস্বাদ অপূর্ব ফুডস্-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বাবুল। ২ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের, শিক্ষক ও উপস্থিত এলাকাবাসীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ