রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা কর্তৃক ৯ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ধর্ষিতার পরিবার। ধর্ষক প্রভাবশালী ও রতনকান্দি ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় বিষয়টি ধামাচাপা দেবার কারণে মামলা দায়ের ও ঘটনাটি প্রকাশ করতে বিলম্ব ঘটেছে বলে ধর্ষিতার পরিবার জানায়। ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানায়, সদর উপজলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের দিনমজুর মজুর আলী ভ‚ঁইয়ার মেয়ে (১৫) গান্ধাইল আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাতে তার নিজ ঘরে শুয়ে ছিল। হাজী মেনজের ভ‚ঁইয়ার ছেলে রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা রাত আনুমানিক ৯টায় প্রতিবেশী স্কুলছাত্রীর ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে ছাত্রলীগ নেতা পালিয়ে যায়। পরে পরিবার বিষয়টি জানতে পারে। এ ঘটনায় মেয়ের পরিবার সোহেল রানার বাড়িতে গিয়ে বিচার চায়। এ সময় সোহেল রানার পরিবার ধর্ষিতা ছাত্রীসহ তার বাবা ও বোনকে মারপিট করে এবং অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ধর্ষিতার বাবা মজুর আলী ভ‚ঁইয়া জানান, এ ঘটনাটি নিয়ে সালিশি বৈঠকে বসলেও কোন সুরাহা হয়নি। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য রব্বানী তালুকদার জানান, বিষয়টি নিয়ে সালিশে বসা হয়েছিল, কিন্তু ধর্ষকের পরিবার না আসায় সালিশ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মুটোফোনে সোহেল রানা জানায়, আমাদের সাথে পূর্ব শত্রæতার জের ধরে মিথ্যা অভিযোগ এনেছে। এদিকে ধর্ষিতা স্কুলছাত্রী জানায়, সোহেল রানা আমাকে ধর্ষণ করে মিথ্যা কথা বলছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।