Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করায় হাইকোর্টের কারণ দর্শানোর নোটিশ

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে এক মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করায় হাইকোর্ট এক রুলনিশির মাধ্যমে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। নোটিশে নাটোর সদর উপজেলার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে মো: আব্দুল মালেকের নাম কেন মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে প্রকাশ করা হবে না এই মর্মে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট) ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে চার সপ্তাহের মধ্যে জানতে চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আব্দুল মালেক নাটোর জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে জানান, তার নামে ভাতা প্রদানের ১৩ বছর পর হঠাৎ করেই বাদ দেয়ার প্রতিবাদে তিনি হাইকোর্টে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও উপ-সচিব (বাজেট), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও পরিচালক, নাটোরের জেলা প্রশাসক, নাটোর সদরের নির্বাহী অফিসার এবং সমাজকল্যাণ অফিসারের বিরুদ্ধে রিট করলে কোর্ট ওই আদেশ দেন। রিট আবেদনে মো: আব্দুল মালেক নিজেকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জানান, ১৯৭১ সালে প্রণীত মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকায়, ১৯৮৭ সালের মুক্তিযোদ্ধাদের জাতীয় তালিকায়, ১৯৯৪ সালের মুক্তিযোদ্ধাদের ভোটার সূচকে এবং ১৯৯৯ সালের সরকার অনুমোদিত মুক্তিবার্তায় নাম আছে। তার সন্তানেরা মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিও করছেন। কোনো তদন্ত বা কারণ দর্শানো ছাড়াই ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করেই তার মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সুবিধাদি বন্ধ করে দেয়া হয়। তিনি এর প্রতিকার চেয়েই হাইকোর্টে রিট করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ