বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের এক কোটি ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তিনজনই ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার নাজিমনগরে ওই এলাকার অবনী গ্রুপের এ টাকা ছিনতাই হয়।
খবর পেয়েই পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতদের কাউকে এখনও শনাক্ত করতে পারেনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রুপটির প্রতিষ্ঠান অবনী নীট থেকে অবনী ফ্যাশনে শ্রমিকদের বেতনের দুই কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন হিসাব বিভাগের ৫ কর্মকর্তা। তারা নাজিমনগর রাস্তার মোড়ে পৌঁছানো মাত্র প্রাইভেটকারের সামনে ব্যারিকেড দেয় চারটি মোটরসাইকেল। প্রতিটি মোটরসাইকেলে দু’জন করে ছিলো। সবার মুখই ঢাকা ছিলো হেলমেটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হেলমেটধারীদের একজন প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে গাড়ির চাকায়। পরে দুর্বৃত্তরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির গ্লাস ভেঙে সামনে থাকা একটি ও পেছনে থাকা অপর দু’টি ব্যাগে থাকা এক কোটি ৬০ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। এসময় গাড়ির ভেতরে থাকা তিন কর্মকর্তা আহত হন। এদের মধ্যে দু’জন গুরুতর জখম হন।আহতরা জানান, দুর্বৃত্তরা চারটি ব্যাগের মধ্যে তিনটি ব্যাগই নিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা র্যাব-৪ এর অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।