Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীসহ মাইক্রো পদ্মা নদীতে

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ৭:৩৬ পিএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ঘনকুয়াশায় কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ ছাড়াও যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবছে (নোহা) মাইক্রো।
আজ মঙ্গলবার আকস্মিক কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ভোর ৪টা থেকে সকাল ৮ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ রুটের যাত্রীরা।

পরে কুয়াশা কেটে গেলে সাড়ে ৮ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকা অবস্থায় দুপাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে এ নৌ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রবাসী দুই যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে গেছে একটি (নোহা) মাইক্রো।এ সময় নোহাতে থাকা প্রবাসী দুই যাত্রী ও চালকসহ তিনজনই সাঁতরিয়ে তীরে ওঠতে সক্ষম হয়।
পরে ডুবুরি তলব করে রেকার এনে নোহাটি চিহ্নিত করে সকাল ৯টায় তীরে উঠানো হয়।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ভোর সাড়ে ৬টায় শিমুলিয়ার ৩নং ঘাটের পকেটে নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যায়। গাড়িতে ২ জন প্রবাসী ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাড়ির ভেতরে থাকা মূল্যবান মালামাল ও পাসপোর্ট নষ্ট হয়ে যায়।পরে বেলা বাড়ার সাথে সাথে নোহাটি সনাক্ত করে ডুবুরি দল রেকার দিয়ে গাড়িটি পদ্মা থেকে তুলে আনেন। নোহাটি ঢাকা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফরিদপুর যাচ্ছিল। তবে দুর্ঘটনার পর চালক গা ডাকা দিয়েছে।
এ ঘটনার পর ৩নং ফেরি ঘাটের পকেটে গেইটটি বন্ধ রাখা হয়েছে।কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, যেকোনো সময় এ গেইটটি খুলে দেয়া হবে।
দুর্ঘটনার পর থেতে ৩ নং ফেরি ঘাটের ৩টি পকেটের মধ্যে অপর দুটি পকেট দিয়ে ফেরি চলাচল অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ