Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুপুরে ৩টি দোকান পুড়ে ছাই

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:৫৫ পিএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০/২৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আজ মঙ্গলবার ভোরে মধুপুর পৌর এলাকার টেংরী আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার স্টেশন কর্মকর্তা এস কে তুহিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি আরো জানান, পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা দেরি হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষতির পরিমাণ ৭/৮ লাখ টাকা হবে বলে উল্লেখ করেন। কিন্তু ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদিন জানান, তার নিজের দোকান ও গুদাম ঘর পুড়েই ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এতে জয়নাল আবেদিন, মফিজ উদ্দিন ও ঝন্টু নামের তিন ব্যক্তির দোকান পুড়ে এই ক্ষতি হয়েছে।
মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, জয়নাল আবেদিন, মফিজ উদ্দিন ও ঝন্টু নামের তিন ব্যক্তির দোকান পুড়ে প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ