Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুরের রামগঞ্জে সায়মা সুলতানা মীম নামের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর গ্রামের হাসেম মাস্টার (প্রকাশ) চৌব্বার বাড়িতে। সে ওই বাড়ির খোকন গাজীর মেয়ে। মীম পার্শ্ববর্তী মাঝিরগাঁও কেএম ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। খবর পেয়ে রাতেই রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার ফাঁড়ি থানার ইনচার্জ মোহাম্মদ মোসলে উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মীম স্কুল থেকে বিকেলে বাড়িতে আসে। এরপর মায়ের সাথে রামগঞ্জ শহরে যাওয়ার কথা বললে তাকে রামগঞ্জে নিবে না বলে বাবা খোকন গাজী মীমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মা আয়েশা আক্তার তাকে ঘরে একা রেখে রামগঞ্জে চলে গেলে মীম নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ