বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : দেশ বরেণ্য আলেম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হেফ্জ বিভাগের প্রধান মাওলানা হাফেজ মোঃ মুফতী জুবায়ের আহম্মেদ নুহ্ কাশেমী (৪২) ইন্তেকাল করেছেন। রোববার রাত ১১টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ১৮ বছর হেফজ বিভাগে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। গতকাল (সোমবার) সকালে জেলা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রধান মুহতামিম ও প্রবীণ মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী। এতে জেলাসহ দেশের বিভিন্ন স্থানের শীর্ষ আলেম-ওলামাসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে জেলার সরাইল উপজেলায় তার নিজ গ্রামে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।