Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল মহানগরীতে পল্লীবিদ্যুতের পরিচালন কাজে নিষেধাজ্ঞা চেয়ে মামলা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকার ৩টি ওয়ার্ডের বিদ্যুৎসরবরাহ ব্যবস্থা পল্লীবিদ্যুতের কাছে হস্তান্তর করার লক্ষে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন সংশ্লিষ্ট এলাকার তিন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
নগরীর ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড পল্লীবিদ্যুতের কাছে হস্তান্তরের জন্য মন্ত্রণালয় এ প্রজ্ঞাপান জারি করে। ওয়ার্ডগুলোর বাসিন্দারা বর্তমানে ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানিরÑওজোপাডিকো থেকে বিদ্যুৎ সেবা পাচ্ছেন। এর মধ্যে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যে কয়েকটি ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। মন্ত্রণালয়ের দেয়া আদেশে ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ সরবরাহ লাইন পল্লীবিদ্যুতের কাছে হস্তান্তরের জন্য ওজোপাডিকোকে নির্দেশ দেয়া হয়েছে।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় তিন ওয়ার্ডের কাউন্সিলররা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সেবা পল্লীবিদ্যুতের আওতায় নেয়া হলে জনগণের দুর্ভোগ বাড়বে। মামলার আর্জিতে মন্ত্রাণালয়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
আদালত কাউন্সিলরদের আবেদন শুনানির জন্য রেখেছেন।
কাউন্সিলদের করা মামলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক, খুলনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক, বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এবং বরিশাল সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলকে বিবাদী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ