Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ-মাদ্রাসা-ইসলামের আলো জ্বালিয়ে রেখেছে

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অনৈক্যের কারণে স্পেনে মুসলমানরা অস্তিত্বহীন ও ভারতে বিপন্ন হয়ে পড়েছিল সাইয়্যেদ আসজাদ মাদানী
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আওলাদে রাসূল (সা:) সাইয়্যেদ আসজাদ মাদানী উপমহাদেশ তথা বিশ্ব মুসলিমের ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হিসেবেই এ দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে। উপ-মহাদেশের গ্রামে-গঞ্জে মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামের আলো জ্বালিয়েও মুসলমানরা মাথা উঁচু করে ইসলামের উপর চলার পথ পেয়েছে। এর আগে ভারতে মুসলমানদের অবস্থা স্পেনের মুসলমানদের মতোই বিপর্যস্ত হয়ে পড়েছিল। তিনি গত রবিবার রাতে দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: জাকির হোসেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আব্দুর রউফ। উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আল আমিন রহমান। অন্যান্যের মধ্যে ওয়াজ ফরমান মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ, মাওলানা মুফতি শফি কাসেমী, মাওলানা মুফতি আলী আহম্মদ হোসাইনী।
আসজাদ মাদানী বলেন, মুসলমানদের অনৈক্য ও কুরআন সুন্নাহ তথা ইসলামী শিক্ষা থেকে দূরে সরে পড়ার কারণে ৮শত বছর শাসন করেও স্পেনের মুসলমানরা নিজেদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে পারেনি। টিকিয়ে রাখতে পারেনি নিজেদের অস্তিত্বও। গোটা স্পেনে এখন আর কোন মসজিদ নেই। মুসলিম স্থাপত্যগুলো খ্রিষ্টানরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একই অবস্থা হয়েছিল ভারতে। ১২শত বছর দিল্লীর মসনদে বসে উপ-মহাদেশ শাসন করেছে মুসলমানরা। সেখানেও ইংরেজরা মুসলমানদের অস্তিত্ব বিপন্ন করে দিয়েছিল। অবশেষে মুসলমানরা শাহ্ আব্দুল আজিজ (র:) ফতোয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাপিয়ে পড়ার পর ইংরেজরা এই উপ-মহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপরই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে পূনরায় ইসলামের আলোক বর্তিকা উপ-মহাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে দেয়।
মুসলমানদেরকে সবসময় দ্বীনি পরিবেশে থাকতে হবে
ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান হাফেজ আওলাদে রসুল (সা:) ক্বারী মাওলানা ইরশাদুল্লাহ বলেছেন, মুসলমানদেরকে সব সময়ই সতর্ক অবস্থায় চলতে হয়। মুসলমানরা সব সময় চতুর্মুখী শত্রæবেষ্টিত থাকে। শয়তান সব যে কোনো সময়ই মুসলমানদের সামনে পেছনে এবং ডান বা থেকে আক্রমণ করতে পারে। শয়তানের ধোঁকায় পড়ে ইমান হারা হবার আশঙ্কা মুক্ত থাকতে হলে নিজেদেরকে গুনাহ মুক্ত দ্বীনি পরিবেশে থাকতে হবে। গতকাল সোমবার বাদ ফজর বৌয়াকুড় জামে মসজিদে বয়ানকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বৌয়াকুড় মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল নূরপুরী, আবাবীল ইসলাম একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আব্দুননূর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ