বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে এসএসসি পরীক্ষার্থী আহমেদ ওয়াছিউন নূর আদিল (১৫) খুনের ঘটনায় আলমগীর ও তুষার নামে দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের ল²ীপুর জেলার চর আলেকজান্ডার থেকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানায়, আলমগীর খুনের ঘটনার মূলহোতা এবং তুষার তার সহযোগী। উভয়ই মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৪ ফেব্রæয়ারি নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আদিল নিহত হয়। হামলাকারীরা তার শরীরে ২৬টি ছুরিকাঘাত করে।
এ হামলায় তার বাবাও আহত হন। আদিল নগরীর জামালখান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আদিল খুনের ঘটনায় তার মামা নজরুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনিদের গ্রেফতারের দাবিতে মিছিল-সমাবেশ করে আসছে আদিলের সহপাঠীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।