Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন সেতুতে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল-পটুয়ভিালী-কুয়াকাটা-বরগুনা মহাসড়কে লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর ক্রেন ছিঁড়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এক শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সোহেল (২২) সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওটা গ্রামের আইয়ুব আলী খানের ছেলে। আহত ৩ শ্রমিককে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে রমজান (২৪) ও উজ্জলের (৩০) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুমকি থানার দায়িত্বশীল সূত্র জানা গেছে, শ্রমিকরা সেতুর পাইলের নির্মাণ কাজ করার সময় ক্রেন ছিঁড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব স্ংাবাদিকদের জানিয়েছেন, শ্রমিকরা কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারনে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ