প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : টিভি অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, মেহের আফরোজ শাওন, পরী মণি, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, জয়া চৌধুরীহ মোট ৬৫ জন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছেন। চলতি মাসে আরো কয়েকজন নতুন সদস্য নেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান। অমিত হাসান জানান, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত দুই বছরে অনেক শিল্পী সদস্য পদের জন্য আবেদন করেন। আমরা সব ধরনের বিচার বিশ্লেষণ করে সদস্য পদ চূড়ান্ত করেছি। গত শনিবার শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে ৬৫ জন শিল্পীকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। চলতি মাসে আরো কিছু শিল্পী সদস্য পদ পেতে পারেন। সমিতিতে সদস্য পদ দেয়ার প্রক্রিয়া নিয়ে অমিত বলেন, যারা চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন তাদের আমরা চিনি। এদের মধ্যে অনেক সিনিয়র শিল্পীও আছেন যারা চলচ্চিত্রে অনেক দিন ধরেই কাজ করেন, কিন্তু কোনো দিন সদস্য পদের জন্য আবেদন করেননি। তাদের সবাইকে কাজের ভিত্তিতেই এই পদ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।