Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

থ্রিডিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুনভাবে তুলে ধরা হচ্ছে। মূল ভাষণটি দিয়ে তৈরি করা হয়েছে থ্রিডি ভিডিও। নতুন প্রজন্মের কাছে ভাষণটি তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সের বিশেষ প্রদর্শনী হয়েছে। ভাষণটির ত্রিমাত্রিক সংস্করণ তৈরি করেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি। তার উদ্যোগেই এ কাজটি হয়। পরবর্তী সময়ে এটির কারিগরি দিক উন্নয়নে যুক্ত হয়েছে চ্যানেল আই ও মাত্রা। বিষয়টি নিয়ে আফজাল বলেন, আমরা চাই, নতুন প্রজন্ম পুরোপুরি ৭ মার্চের ভাষণ সম্পর্কে জানুক। তারা আগ্রহ নিয়ে পুরো ভাষণটি দেখুক। ঐতিহাসিক এ ভাষণটি হয়তো প্রত্যেক বাংলাদেশি শুনেছেন। কিন্তু আগ্রহের জায়গা প্রাধান্য দিতে ও নতুন প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ভিজ্যুয়াল মাধ্যম থ্রিডি সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ। জসিমুল ইসলাম বাপ্পি বলেন, ৭ মার্চের ইতিহাস নতুন প্রজন্মকে উপলব্ধি করতে হবে। এটা যে কতটা তাৎপর্যপূর্ণ ও আবেগের- বোঝাতে চাই। এজন্য ভিডিওটি তাদের দেখাতে হবে। তাই তাদের মতো করে, থ্রিডি আকারে বঙ্গবন্ধুর ভাষণটি উপস্থাপন করা। আমার লক্ষ্য আছে, দেশের ৪ কোটি শিক্ষার্থীকে এটা দেখানো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমরা এটি করতে পারব। তিনি জানান, ত্রিমাত্রিক ভিডিওটির কাজ করতে সময় লেগেছে ১৭ মাস। এরমধ্যে ভারত ও চীনে এর কাজ চলেছে ৬ মাস। ভিডিওটির দৈর্ঘ্য ১৬ মিনিট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ