রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নাগ্রাভাঙ্গা গ্রামে রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ আলিম হাওলাদার (২২) নামে এক ব্যবসায়ীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় আলিমকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একজনকে আটক করে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগ্রাভাঙ্গা গ্রামের মোঃ কামাল হাওলাদারের সাথে প্রতিবেশী মোঃ আমির ফরাজীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে কামালের ছেলে আলিমের সাথে আমিরের ছেলে শাহিনের কথা কাটাকাটি হয়। ঘটনার জের ধরে রোববার রাত ৮টার দিকে মিরুখালী বাজার থেকে বাইসাইকেলে বাড়ি যাওয়ার পথে বাড়ির নিকট পূর্বে ওঁৎ পেতে থাকা শাহিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আলিমের ওপর ঝাপিয়ে পরে। এসময় দুর্বৃত্তরা আলিমকে রামদা দিয়ে মাথা, মুখ ও পেটে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময়ে তার চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় আলিমকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আলিম মিরুখালী বাজারে হাটের দিন কাঁচা মালের ব্যবসা করত। এ ঘটনায় রোবাবার রাতেই আলিমের পিতা মোঃ কামাল হাওলাদার বাদী হয়ে শাহিন (১৮) সহ একই গ্রামের ইসমাইল ফরাজির ছেলে হাবিব (২১), হাবিব চৌকিদারের ছেলে মোঃ বেলাল (২০) এবং ইমরান (১৮) পিতা অজ্ঞাতকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতেই আসামি বেলালকে গ্রেফতার করে গতকাল সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।