রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম গতকাল সোমবার তাকে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। দুপচাঁচিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর ইসলাম বলেন, তিনি ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। শিক্ষকতায় যোগদানের পর থেকে তিনি কোন প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। স্থানীয় একটি স্বার্থানেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তাকে জামায়াতে ইসলামের সাথে জড়িত বলে মিথ্যা তথ্য প্রদান করে গত ২০১৩ সালে থানায় দায়েরকৃত নাশকতা মামলায় তার নাম না থাকা সত্বেও পুলিশের মাধ্যমে তাকে আটক করে। পরবর্তীতে ৪টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। ১৪ দিন পর সে জামিনে মুক্তি পায়। ওই মহলটি আবারো গত ২০১৬ সালের ১২ ডিসেম্বর ২ বছর আগের একটি মামলায় তাকে পুলিশে ধরিয়ে দেয়। তারপরেই ওই মহলটি তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। তিনি তার বিরুদ্ধে এসব মামলার তীব্র প্রতিবাদ করে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।