Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকি, তবুও ভাঙা কাঠের পুলই ভরসা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় পাউবোর খালের ওপর নির্মিত পুরাতন একটি কাঠের সেতু ৩ বছর যাবৎ ভেঙে গেলেও মেরামতের খবর নেই কর্তৃপক্ষের। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয় শিশু ও বৃদ্ধরা। স্থানীয় সূত্রে জানা  যায়, পাউবোর খালের ওপর ইউনিয়ন পরিষদের  উদ্যোগে ৪ বছর পূর্বে একটি কাঠের সেতু নির্মাণ করা হয় এলাকাবাসীর চলাচলের সুবিধার  জন্য। তবে এ কাঠের সেতুটি ৩ বছর যাবৎ ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নিচ্ছেন না কেউ। তাতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। মুড়াপাড়া গ্রামের লোকজনকে এ ঝুঁকিপূর্ণ  ব্রিজটি পার হয়েই তাদের হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যেতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালেও প্রতিকার না পেয়ে হতাশা বিরাজ করছে তাদের মাঝে। স্থানীয় বাসিন্দা আফজাল মিয়া জানান, আমার প্রতিবন্ধি মেয়েটাকে সপ্তাহে ৩ দিন থেরাপি দিতে হয় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে। বাড়ি থেকে বের হয়ে এ কাঠের সেতুটি পারাপার করতে সমস্যা হচ্ছে। তাই এ সেতুটি মেরামতের দাবি জানান তিনি। পাশের গ্রামের লোকজনও বাধ্য হয়ে এ সেতুটি ব্যবহার করছে। তবে বাড়ি ঘরে সামান্য বোঝা নিয়ে যাতায়াতও অনেক সমস্যা হচ্ছে।  তাতেই এ বিষয়ে  মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ বলেন, পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর এ কাঠের ব্রিজটি সম্পর্কে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়ে অচিরেই মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ