রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় পাউবোর খালের ওপর নির্মিত পুরাতন একটি কাঠের সেতু ৩ বছর যাবৎ ভেঙে গেলেও মেরামতের খবর নেই কর্তৃপক্ষের। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয় শিশু ও বৃদ্ধরা। স্থানীয় সূত্রে জানা যায়, পাউবোর খালের ওপর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪ বছর পূর্বে একটি কাঠের সেতু নির্মাণ করা হয় এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য। তবে এ কাঠের সেতুটি ৩ বছর যাবৎ ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নিচ্ছেন না কেউ। তাতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। মুড়াপাড়া গ্রামের লোকজনকে এ ঝুঁকিপূর্ণ ব্রিজটি পার হয়েই তাদের হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যেতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালেও প্রতিকার না পেয়ে হতাশা বিরাজ করছে তাদের মাঝে। স্থানীয় বাসিন্দা আফজাল মিয়া জানান, আমার প্রতিবন্ধি মেয়েটাকে সপ্তাহে ৩ দিন থেরাপি দিতে হয় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে। বাড়ি থেকে বের হয়ে এ কাঠের সেতুটি পারাপার করতে সমস্যা হচ্ছে। তাই এ সেতুটি মেরামতের দাবি জানান তিনি। পাশের গ্রামের লোকজনও বাধ্য হয়ে এ সেতুটি ব্যবহার করছে। তবে বাড়ি ঘরে সামান্য বোঝা নিয়ে যাতায়াতও অনেক সমস্যা হচ্ছে। তাতেই এ বিষয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ বলেন, পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর এ কাঠের ব্রিজটি সম্পর্কে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়ে অচিরেই মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।