Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে নিষিদ্ধ গাইড বইয়ের অবাধ বাণিজ্য

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে সরকার নিষিদ্ধ প্রাথমিক ও নি¤œ মাধ্যমিক স্তরের নোট ও গাইড অবাধে বিক্রি হচ্ছে। আর বছরের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত লাইব্রেরিতে ভিড় করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য যুক্ত করেছে সৃজনশীল পদ্ধতি। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট ও গাইড বই বিপণন, প্রদর্শন, প্রস্তুতকরণ, মুদ্রণ ও প্রকাশনা নিষিদ্ধ করেছে। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার এক শ্রেণীর লাইব্রেরী মালিকরা নিষিদ্ধ ঘোষিত নোট ও গাইড বইয়ের মজুদ গড়ে তুলেছেন। প্রকাশ্যে বিক্রি করেছেন চড়া দামে। এছাড়া লাইব্রেরী মালিক ও প্রকাশনীর প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের প্রধান শিক্ষক, পরিচালক ও শ্রেণী শিক্ষকদের চাপে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চড়া দামে গাইড ও নোটবই কিনতে বাধ্য হচ্ছে। সরেজমিন দেখা গেছে, অষ্টম শ্রেণীর একটি গাইড বই কিনতে হচ্ছে ৮শ থেকে ৯শ টাকায়। ৪র্থ শ্রেণীর একটি গাইড বইয়ের মূল্য কমপক্ষে ৪শ টাকা পৌর শহরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা আঃ সামাদ জানান, সরকার বিনামূল্যে বই দিলেও জেজেকেএম স্কুলের চাহিদা অনুযায়ী ৭ম শ্রেণীর পড়–য়া মেয়ের জন্য ৭১০ টাকায় একটি গাইড বই কিনেছি। কোচিং সেন্টারের শিক্ষকদের চাহিদা অনুযায়ী অন্য প্রকাশনীর বই কিনতে হবে। গার্লস স্কুল রোডের লাইব্রেরী মালিকরা জানান, নিষিদ্ধ নোট ও গাইড বইগুলো আমরা ছাপাই না।  ঢাকাসহ সব জায়গায় খোলামেলাভাবে বিক্রি হয়। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এবার বেশি দাম ধরেছে। তাই তাদের গাইড বই বেশি দামে বিক্রি করতে হয়। এদিকে নিষিদ্ধ ঘোষিত নোট ও গাইড বই বিক্রি বন্ধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুন জানান, নিষিদ্ধ বই বিক্রি বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণকরা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ