Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের কানুদাশকাঠি গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ডা. একেএম ফারুক মেমোরিয়াল ফ্রি ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কানুদাশকাঠি গ্রামের বায়তুন নূর জামে মসজিদ চত্বরে এ ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ শাহাবুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব ও ফিতা কেটে ডা. একেএম ফারুক মেমোরিয়াল ফ্রি ক্লিনিকের উদ্বোধন ঘোষণা করেন রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসচিব (ফরিদপুর জেলা প্রশাসকের ডিডিএলজি) ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং চিকিৎসাসেবা প্রদান করেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম ছরোয়ার ও পটুয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মোঃ হানিফ হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাও. ইউসুফ আলী, মাও. মোশারেফ হোসেন ও আব্দুল মান্নান প্রমুখ। ক্যাম্পে ওই গ্রামের ৩ শতাধিক নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ