Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবার চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঘর আলো করে যে চঞ্চল মেয়েটির দুষ্টমি আর খুনসুটি মা-বাবার ভাল লাগার অবলম্বন ছিল সেই সিনহা সায়রি সাবা এখন ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো ক্যান্সার হাসপাতালে। মাত্র সাড়ে তিন বছর বয়সে সাবা ক্যান্সারের মুখোমুখি হয়ে মৃত্যুর পথযাত্রী। বাবা ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামের দরিদ্র জামমিম হোসেন ঝিনাইদহ শহরের একটি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করেন। মা সুমাইয়া আক্তার গৃহিনী। সাবার চাচা বিপ্লব জানিয়েছেন, এক বছরে তার চিকিৎসায় ব্যয় করা হয়েছে প্রায় চার লাখ নব্বই হাজার টাকা। এই চিকিৎসা খরচ বহন করতে ভিটেবাড়ি ছাড়া সব বিক্রি করতে হয়েছে। চেন্নাইয়ের এ্যাপোলো ক্যান্সার হাসপাতালের হোপ টিমের চিকিৎসক ডা: রেবোতি রাজ জানিয়েছেন, দুই বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে সিনহা সায়রি সাবার উন্নতি ঘটতে পারে। হিসাব মতে বছরে যদি পাঁচ লাখ টাকা চিকিৎসা ব্যয় হয, দুই বছরে সাবার চিকিৎসায় দশ লাখ টাকার প্রয়োজন। এতো টাকা সাবার হতদরিদ্র বাবার পক্ষে যোগাড় করাও সম্ভব নয়। তাই তিনি বাধ্য হয়ে, সমাজের দানশীল, ধনবান ও দয়ালু মানুষকে সাবার চিকিৎসায় এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ জামমিম হোসেন
সঞ্চয়ী হিসাব নং-০৪৫৩২০১০০০০৫৫৭৪৩
ইউসিবি ব্যাংক, ঝিনাইদহ শাখা।
মোবাইল : ০১৭৪৩০৩৩০৩০ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ