Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় পুনঃভোট দাবি বিএনপির

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ৫:১৮ পিএম

বরিশালে বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত করে আবার ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী মো.শাহে আলম মিয়া।
আজ সোমবার দুপুর ২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তিনি দাবি জানান।

বিএনপি প্রার্থী বলেন, ‘নির্বাচনের আগের দিন রাত থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্র দখল করে নেয় আ.লীগ প্রার্থীর লোকজন। বহিরাহত ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের লোকজন মিলে রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যেতে হুমকি-ধামকি দিয়ে আসে।’

তিনি বলেন, ‘উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিরোধীদের মারধর, ভয়-ভীতি দেখাতে শুরু করে।’

তিনি আরো বলেন, ‘আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটারবিহীন নির্বাচন শুরু হয়। ভোট শুরুর পরপরই উপজেলার ৩৮টি কেন্দ্রে দুপুর ১২টার মধ্যে ২৫ জন এজেন্টের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর রেখে বের করে দেয়া হয়েছে। তাদের মারধরও করা হয়েছে।’

বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ‘সকাল থেকেই কোন ভোটারকে কেন্দ্রে আসতে দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা। অথচ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বরিশালে এসে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছিলেন। বাস্তবে ভোটকেন্দ্রের অবস্থার সাথে তার আশ্বাসের কোন মিল নেই।’

শাহে আলম বলেন, ‘যে নির্বাচন হচ্ছে তার কোন গ্রহণযোগ্যতা নেই। তাই ত্রুটিপূর্ণ নির্বাচন স্থগিত করে আবার নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট আবেদন জানানো হয়েছে।’

নির্বাচন কমিশন আবার ভোটগ্রহণের ব্যবস্থা না করলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শাহে আলমের প্রধান নির্বাচন সমন্বয়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পৌরসভা শাখা বিএনপিসাধারণ সম্পাদক আহসান কবির নান্না প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ