Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় সিগারেট কিনতে ট্রেন থামালেন চালক!

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ৫:১৬ পিএম

ইঞ্জিনের কোন ক্রটি নেই, এমনকি জরুরি অন্য কোন সমস্যাও হয়নি। তবুও রেলগেটে থেমে গেল ট্রেন। শুধু সিগারেট কিনতে তেলবাহী ওই ট্রেন থামালেন চালক। সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটে এমন ঘটনা ঘটে।

মালঞ্চি রেলগেটের গেটম্যানের দায়িত্বে থাকা মকব্বর হোসেন জানান, গেটমেইন মেহেদী অসুস্থ থাকায় তার স্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। সকাল দশটা থেকে সাড়ে দশটার দিকে নাটোরের দিক থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন দেখে রেল গেট বন্ধ করে দেন। কিন্তু ট্রেনটি গেটের সামনে এসে হঠাৎই থেমে যায়। সে সময় ওই ট্রেনের ইঞ্জিন থেকে একজন নেমে এসে রেলগেটের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে আবার ওঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি এভাবে দাঁড়িয়ে থাকে। সেসময় গেটের দুপাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। রেল গেট সংলগ্ন রানা অটো ওয়ার্কশপের কর্মচারী প্রত্যক্ষদর্শী রাকিব জানান, পথের মাঝে ট্রেন থামিয়ে সিগারেট কেনার ঘটনা তিনি এই প্রথম দেখলেন। এতে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন চালক। সিগারেট বিক্রেতা দোকানী মহীদুল বলেন, ওই লোক (চালক) আমার দোকানে সিগারেট নিতে এসে না পেয়ে ফিরে যান। পাশের বকুল স্টোরের মালিক বকুল জানান, একজন লোক ট্রেন থেকে নেমে এসে তার দোকান থেকে দশটি বেনসন সিগারেট কিনেছেন।
নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, তেলবাহী ৯৮২ নং ট্রেনটি দশটা ৫ মিনিটে নাটোর থেকে ছেড়ে যায়। পথের মাঝে এভাবে ট্রেন থামানোর কোন নিয়ম নেই। 
পাকশীর বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, অযৌক্তিকভাবে ট্রেন থামিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে দোষীকে রেলওয়ে আইনের আওতায় নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ