বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি মেডিকেল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে বাঙালী ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আজ সোমবার সকাল ৬টা থেকে হরতালের কর্মসূচি শুরু হলেও রাঙামাটিতে ভারি বৃষ্টির কারণে মাঠে ছিলেন না হরতাল সমর্থকরা। তবে বৃষ্টি কমার সাথে সাথে শহরের বনরূপা, কলেজগেইট, পৌরসভা এলাকা, তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় পিকেটিং করে হরতাল সমর্থকরা। অন্যদিকে, হরতালের কারণে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকান পাট ও মার্কেটগুলো খুলেনি।
এ ছাড়া নৌপথে কোন নৌযান ছেড়ে যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষায় শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতাল চলাকালে এখনো পর্যন্ত কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু করা এবং বিতর্কিত ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬’ অবিলম্বে বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতালের ডাক দেয়া পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
এ হরতালের সমর্থন জানিয়েছে বাঙ্গালিদের অন্য ৪টি সংগঠন পার্বত্য সম-অধিকার পরিষদ, গণপরিষদ, নাগরিক পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।