বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের ১৪টি উপজেলা ও চারটি পৌরসভায় বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নতুন ইসির যাত্রা শুরুর পর এটিই প্রথম নির্বাচন। ইসি কর্মকর্তারা জানান, আজ সোমবার সকাল ৮টায় ব্যাপক নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকালে ভোটের শুরু থেকে এখন পর্যন্ত কোথাও গোলাযোগের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, উপজেলা ও পৌরসভার এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বলে আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর অংশগ্রহণ রয়েছে। সবগুলো ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।