Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিবি’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিপিবি’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। উপনিবেশিক শাসনের অবসানের পর ১৯৪৮ সালের ৬ মার্চ ভারতবর্ষের সিপিআইর দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের প্রতিনিধিরা পৃথক অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একইসঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে প্রাদেশিক কমিটির ৪র্থ সম্মেলনে কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে। ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়।
’৫২ সালের ভাষা আন্দোলন, ’৬২ শিক্ষা আন্দোলন, ’৬৯ গণঅভ্যুত্থান, ’৭১ এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। তবে ’৯০ দশকের প্রথমার্ধে সোভিয়েত ইউনিয়নের গøাসনস্ত পেরেস্ত্রোইকা নীতিতে সিপিবি দু’ ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট এ যান, অন্যপক্ষ দলের মূল স্রোতে থাকেন। দলের সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কমরেড মণিসিংহ সড়ক মুক্তিভবন সামনে থেকে ঢাকা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ