বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না জানলে দেশপ্রেম জাগবে না। মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। আমাদের ২৩ বছরের সংগ্রামের ফসল এই মুক্তিযুদ্ধ। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়েই শুরু হয় মুক্তিযুদ্ধ। আমরা মাত্র তিন-চার কোটি লোক ৭১ দেখেছি, কিন্তু ১২ কোটি লোকই ৭১ দেখেনি। আমাদের জনগোষ্ঠীর বিরাট একটি অংশই নতুন প্রজন্ম। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানাতে হবে। যে শিশু তার জন্মের ইতিহাস জানে না, সে শিশু সফল মানুষ হতে পারে না। তাই যারা বাংলাদেশের জন্মের ইতিহাস জানে না, তাদের মধ্যে দেশপ্রেম নেই। আমাদের দেশপ্রেম নেই বলে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের মধ্যে সফল। ধর্মের অপব্যাখ্যা দিয়ে আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি গতকাল (রোববার) সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।