Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সিভিল সার্জনসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের সাবেক দুই সিভিল সার্জনসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্রে জানা যায় আসামিরা হলেনÑ বরিশালের সাবেক সিভিল সার্জন মো: খায়রুল আলম ও আফতাব উদ্দিন আহমেদ, বরিশালের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: হাবিবুর রহমান এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক মো: সাইদুর রহমান খান। আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্রে জানা যায়, বরিশালের কোতয়ালি থানায় গত বছরের ২১ মার্চ একটি অর্থ আত্মসাতের মামলা করা হয়। মামলাটি তদন্ত করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই বিলের ভুয়া অনুমোদনপত্র তৈরি করেন। পরে সরকারি মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নির্ধারিত দর উপেক্ষা করে বা অন্যকে লাভবান করার জন্য স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন অনুমোদন উপেক্ষা করে ইডিসিএলভুক্ত ৫৭ রকমের ওষুধ বাইর থেকে ইডিসিএল-এর নির্ধারিত দামের বেশি দরে কিনেন। যাতে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লাইয়ার্সের কাছে ওষুধ কেনায় ৯টি বিলের বিপরীতে ৯১ লাখ ৬৪ হাজার ৯৬.৪৬ টাকা আসামিরা আত্মসাত করেছেন। এ ছাড়াও ভুয়া বরাদ্দপত্র তৈরি করে সরকারি জমি রেজিস্ট্রি নেয়ার অভিযোগে মামলার আরো একটি চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ভুয়া বরাদ্দপত্র তৈরি করে সরকারি জমি রেজিস্ট্রি নেয়ার অভিযোগে মামলা হওয়ার দীর্ঘ ২৩ বছরের মাথায় রোববার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ