বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। রাজশাহীসহ অন্য সিটি কর্পোরেশনেও শিগগিরই বিতরণ শুরু হবে বলেও জানান তিনি।
গতকাল রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে সচিব বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ১৭ লাখ ভোটার রয়েছে। এর মধ্যে ৯ কোটি ভোটারকে প্রথমে স্মার্ট কার্ড দেয়া হবে। বাকি ১ কোটি ১৭ লাখ ভোটারকে পরবর্তীতে স্মার্ট কার্ড দিব আমরা। সে ক্ষেত্রে একটু সময় বেশী লাগবে।
সচিব বলেন, বর্তমানে যেভাবে কার্ড ছাপানোর কাজ চলছিল তা খুব ধীরগতির। আগামী সপ্তাহ থেকেই প্রতিদিন দেড় লাখ করে কার্ড তৈরি করা হবে। ছাপানো মেশিন আরো বৃদ্ধি করা হচ্ছে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যপ্তি আরো বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।