Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি সামছুউদ্দিন আহাম্মদ বুলু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি গেয়াস উদ্দিন বুলবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ফারুক, সাহাব উদ্দিন সাবু, মীর আব্দুল হান্নান, কবির আহাম্মদ, কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আবদুল মোমিন চৌধুরী, জুলফিকুল সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক আবুল হাসেম চৌধুরী, কৃষি সম্পাদক আব্দুল হাই ভূঞা, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম মাস্টার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ হোসেন সোহাগ, প্রচার সম্পাদক মির্জা মীর কাসেম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এরশাদ উল্যাহ মেম্বার, মহিলাবিষয়ক সম্পাদক বিবি জোলেখা শিল্পী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোঃ ইউছুপ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজ উদ্দিন মজুমদার, শিল্পবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, শ্রম সম্পাদক জালাল আহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মাহী রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিরাজউদদৌলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, সাইফুল ইসলাম স্বপন, জাফর উল্যাহ মজুমদার, সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, সহ প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা ফরায়েজী, সদস্য সিরাজউদৌলা মজুমদার, আবদুর রশিদ, নিজাম উদ্দিন মজুমদার, এয়ার আহাম্মদ ভূঁঞা, মুজিবুর রহমান স্বপন, মোমিনুল হক ভূঁঞা, নেছারুল হক, মুজিবুল হক ও মোঃ মোস্তফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ