Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ তিন ঘণ্টা পর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর উপজেলা সংবাদাতা : চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে রোববার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ডুবে মারা গেছে এক স্কুল ছাত্র। পরে ডুবুরিরা তিন ঘণ্টা পর নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
নিহত স্কুল ছাত্রের নাম সৌরভ বনিক (১৫)। তার পিতার নাম শিবু বনিক। সৌরভ বনিক হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলো। সৌরভের পরিবার হাজীগঞ্জ পৌর সভাধীন মকিমাবাদ গ্রামের করিমের বাগান এলাকায় বসবাস করেন।
সৌরভের পরিবার, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে সৌরভ বনিক কয়েকজন সহপাঠির সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের সাবেক খেয়াঘাট দিয়ে নদীতে নামে। সৌরভ বনিক বালুর পাইপ থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীতে একটি বালুবাহী বাল্কহেড ঘুরে নদীর দক্ষিণ পাড়ে ভিড়ে। বাল্কহেড ঘুরানোর সময় সৃষ্ট স্রোতের তোড়ে সৌরভ মাঝখানের দিকে চলে যায়। এ সময় তার সাথে থাকা সহপাঠী সীমান্ত তাকে রক্ষার চেষ্টা করে।
সৌরভের সহপাঠী সীমান্ত জানায়, বাল্কহেড ঘুরানোর সময় সৃষ্ট স্রোতের মাত্রা বেশি ছিলো। সৌরভ স্রোতের তোড়ে ভেসে যাওয়ার সময় আমি তার দুই হাত ধরে টেনে উঠানোর চেষ্টা করি। এক পর্যায়ে সৌরভ আমার হাত থেকে ছুটে যায়। পরে কয়েক বন্ধু মিলে সৌরভের পরিবারকে খবরটি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ