Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন ১৪ উপজেলায় আজ ব্যাংক বন্ধ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের ১৪টি উপজেলা ও একটি পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে এসব উপজেলা ও পৌরসভায় সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারিদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে রোববার এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ, যা দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ সিলেটের ওসমানি নগর, খাগড়াছড়ির গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শ সদর, নাটোরের বরাইগ্রাম ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়ও চেয়ারম্যান পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, আজ পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে বলে আরেকটি সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ