Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সারাদেশের ন্যায় সিলেটেও তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেছে। গতকাল রোববার মেলার দ্বিতীয় দিন। মেলায় নগরীর স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের ভিড় বাড়তে শুরু করেছে। শনিবার সকালে সিলেট নগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্টের সার্বিক তত্ত¡াবধানে মেলায় ৫২টি স্টল ও ৪টি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠান থেকে তাদের ই-সেবার বৃত্তান্ত উপস্থাপন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তিনদিনব্যাপী এ মেলা আজ সোমবার সন্ধ্যায় শেষ হবে। মেলায় দর্শনার্থীদের নাম ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে প্রতিদিন আয়োজিত লটারিতে অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ