বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে ভোটারবিহীন দলীয় সরকারের অধীনে কোনো ষড়যন্ত্রের নির্বাচন আর হতে পারবে না। বিএনপি সঠিক সময়ে গণজাগরণের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে। আগামী নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সরকারের নীলনকশা বুমেরাং হবে। গতকাল (রোববার) নগরীর মুসলিম হলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্রহীনতার কারণে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে গণতন্ত্রে প্রত্যাবর্তন জরুরি। এটা দীর্ঘায়িত হলে আওয়ামী লীগেরও কোনো লাভ হবে না। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় নিবন্ধন বাতিল হবে- আওয়ামী লীগ নেতারা অপকৌশল করে ইদানিং এ ধরনের মুখরোচক বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাদের এ সমস্ত বিভ্রান্তিকর বক্তব্যকে বিএনপির গুরুত্ব দেয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি কোনো নাম সর্বস্ব দল নয়, বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। এই দলের রয়েছে কোটি কোটি সমর্থক এবং ভোটার, তাই নির্বাচন কমিশন এবং সরকার ইচ্ছে করলেই বিএনপির নিবন্ধন বাতিল করতে পারবে না। নোমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নিয়ম রক্ষার কথা বলে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন।
শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সদস্যসচিব কেন্দ্রীয় ছাত্রদলনেতা আমিনুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, এম এ সবুর, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ডাক্তার খুরশীদ জামিল চৌধুরী, শেখ নুরুল্লাহ বাহার, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।