Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী অংশগ্রহণ না করলেও মাঠ গরম রেখেছেন আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আরাফাত হোসেন নৌকা ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা বিদ্রোহী প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, ৬৭টি কেন্দ্রে ১ লাখ ৮২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচজন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য এবং ১৪ জন নিরস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, র‌্যাবের একটি টিম, বিজিবির দুই প্লাটুন সদস্য ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপজেলাব্যাপী টহল দেবেন। পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। সে সময় থেকে শূন্য থাকা উপরোক্ত পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ