Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠে গতকাল রোববার সন্ধ্যায় ছুরিকাঘাতে বাপ্পা হোসেন পাপ্পা (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। টাউন হল মাঠ থেকে তাড়া করলে পাপ্পা দৌড়ে একটি দোকানে আশ্রয় নেয়ার চেষ্টা চালায়। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। হত্যাকাÐের শিকার যুবক শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মতলেব হোসেনের পুত্র। তার মা ফুলি বেগম একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পাপ্পা তাকে সহযোগিতা করতেন। স্থানীয়রা ছুরিকাহত যুবককে দ্রæত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ইউসুফ আলী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান চালাচ্ছে। কারা কেন হত্যা করল তার তদন্ত চলছে। পুলিশ জানায়, নিহত পাপ্পার নামে কোতোয়ালি মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে। তবে কি মামলা তা বিস্তারিত জানাতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ