Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মোটরসাইকেলে আগুন

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ট্রাক ভাঙচুর অগ্নি সংযোগ লুটপাট
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : রোববার সকালে কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা মনসুর আলীর ছেলেকে মারধরের প্রতিবাদ করায় তার মোটর সাইকেল আগুন দিল প্রতিপক্ষরা। জানা গেছে শনিবার দুপুরে মহিনন্দ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মনসুর আলীর পুত্র মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান ফয়সাল ছোট্্র ভাই আকিবকে কিশোরগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কলাপাড়ার শ্রীনগর এলাকায় পৌঁছলেই পুর্ব থেকে ওৎপেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে প্রহার করে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা রোববার সকালে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে উপজেলা পরিষদের দিকে স্মারকলিপি দিতে যায়। এদিকে খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি যুবলীগ নেতা আ.সাত্তার ও জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য একই এলাকার আওয়ামী লীগ কর্মী সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে একদল লোক এগিয়ে এসে শোলমারার ফাস্টহোপ ফিড মিল লিমিটেডে হামলা চালায়। হামলা চালিয়ে মিলের একটি ট্রাক ও ১০ টি মোটর সাইকেল ভাঙচুর করে। এ সময় চেয়ারম্যান মনসুর আলীর মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং মিলে ভাঙচুর ও লুটপাট করে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মো.সাদেকুর রহমান জানান, মিলের একটি ট্রাক্টর, কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে প্রায় ১০ জনকে আহত করে। এতে করে মিলের প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ডিবি পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ