Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটের ক্যানভাসে বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হলো প্রথম পাটের লড়াই ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার বিকেলে ৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান। প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ।
প্রদর্শনীতে দেশের তরুণ ১৮ শিল্পীর মোট ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এছাড়া স্কুল পড়–য়া ৩৬ শিশুশিল্পীর চিত্রকর্ম এতে  প্রদর্শিত হচ্ছে। সরকার ঘোষিত জাতীয় পাট দিবসকে সামনে রেখে আয়োজিত এ চিত্রকর্ম প্রদর্শনীতে চটের উপর আঁকা চিত্রকর্মগুলোতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় উঠে এসেছে।
প্রদর্শনী উদ্বোধনকালে ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, পাটের ওপর এ ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। এই আয়োজনের মধ্যে দিয়ে শিল্পকলায় পাটের ব্যবহারের যে সেতুবন্ধ তৈরি হলো, তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ক্যানভাস হিসেবে পাটকে বেছে নিতে উৎসাহিত হবে।
প্রদর্শনীর সময় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ বলেন, ক্যানভাস হিসেবে পাটের ব্যবহার দেশের তরুণদের মধ্যে পাটপণ্যকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণরা সবসময়ই নতুন কিছু করে। পাট নিয়ে তরুণদের নতুন এ উদ্যোগকে স্বাগত জানাই। এধরনের প্রদর্শনী প্রতি বছর আয়োজিত হবে, সেই প্রত্যাশা রইল।
আয়োজক প্রতিষ্ঠান পাটের লড়াইর প্রতিষ্ঠাতা নাসিমূল আহসান জানান, দেশ ও দেশের বাইরের শিল্পীদের মাঝে পাটের ক্যানভাসকে জনপ্রিয় করার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে পাট ও পাটপণ্যের প্রতি উৎসাহী করে তুলতে চাই। প্রদর্শনীটি প্রতি বছর আয়োজন করে যেতে চাই।
প্রদর্শনীটি চলবে আজ ৫ই মার্চ পর্যন্ত। ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনীটি ভুবনজয়ী চিত্রশিল্পী এসএম সুলতানকে উৎসর্গ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ