Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ ও কনসার্ট

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে আজ সোমবার বিকাল ৩টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে  মাদক সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরাসহ স্মরণকালের সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান পিপিএম। সঞ্চালনায় থাকবেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। সহযোগিতায় আছেন বিশিষ্ট ব্যবসায়ী চ্যানেল নাইন-এর পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী। কনসার্ট অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমপি মমতাজ বেগম, নকুল কুমার বিশ্বাস ও সালমাসহ অন্যান্য শিল্পীরা। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক বলেন, ধামরাইয়ের সকল ইউনিয়ন ও পৌরসভার মানুষ যাতে এ অনুষ্ঠান নির্ভিঘেœ উপভোগ করতে পারে তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ