Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : আজ সোমবার বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। উপজেলার ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটারের জন্য দুইটি পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের মোট ৮১টি ভোট কেন্দ্র তৈরী করা হয়েছে। সকল কেন্দ্র্রে ব্যালট পেপার ও বাক্স পাঠানো শুরু হয়েছে। নাটোর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুল হোসেন জানিয়েছেন, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবের ছয়টি ও বিজিবির চারটিসহ প্রতিটি এলাকায় পুলিশের ভ্রাম্যমান টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক সাদা পোষাকধারী সদস্যরাও কাজ করবে। উপনির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়নে জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বিএনপির মনোনয়নে উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক জোনাইল ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল প্রতিদ্ব›িদ্বতা করছেন। গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলমের মৃত্যু হলে পদটি শুন্য হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ