Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার মৌতলায় ২৫৪ ভিজিডি কার্ড বিতরণ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নের ২৫৪ জন নারীর মাঝে ভিজিডি (ভালনারেবল গ্রæড ডেভেলপমেন্ট) কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে পরবর্তী ২৪ মাস পর্যন্ত প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এই কার্ড তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুস সোবহান প্রমুখ। পরে ভিজিডি কার্ডধারী নারীদের মাঝে ৬০ কেজি (জানুয়ারি ও ফেব্রæয়ারি) করে চাল বিতরণ করা হয়। প্রসঙ্গত, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার ২০ হাজার ৭৬১ জন নারী ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস অর্থাৎ ২৪ মাসব্যাপী প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ