Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্টছিদ্র শিশু রাবেয়াকে বাঁচাতে সাহায্য চাইছেন দিনমজুর পিতা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : জন্মের এক বছর পর বিশেষজ্ঞ চিকিৎসক শনাক্ত করলেন শিশু রাবেয়া খাতুনের হার্ট ছিদ্র। স্বপ্নীল পৃথিবী দেখতে না দেখতেই নিভে যেতে বসেছে তার চোখের আলো! পিতা-মাতার সামনে যন্ত্রণায় ছটফট করছে দিনমজুরের কলিজার টুকরা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা। নিরুপায় হয়ে একমাত্র সন্তান রাবেয়া খাতুনকে বাঁচাতে বিত্তবানের কাছে আর্থিক সহযোগিতা চাইছেন মো. অহিদুল ইসলাম গাজী। খুলনার গল্লামারীস্থ দরগাপাড়া এলাকায় অন্যের বাড়ির আঙিনায় বসবাস করেন তিনি। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মির্জাপুর গ্রামে। পৈতৃক সূত্রেপ্রাপ্ত ভিটেমাটি বিক্রি করে একমাত্র মেয়ের দু’বছরে চিকিৎসায় ব্যয় করেছেন তিনি। এখন নিরুপায় হয়ে দেশের বিত্তবানদের কাছে সাহায্যের হাত পেতেছেন দিনমজুর অহিদুল ইসলাম। প্রথমে খুলনা শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ আল জাফর, পরে খুলনা জেনারেল হাসপাতালের ডা. মো. শরাফাত হোসাইনসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে রাবেয়ার। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে পাঁচ লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তশালী হৃদয়বানদের কাছে আর্থিক সহায়তা পেতে আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা!
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. রইজুল ইসলাম
ডাচবাংলা ব্যাংক, খুলনা ব্রাঞ্চ
সঞ্চয়ী হিসাব নং-১২০ ১০১ ৩৩২৮৭১
বিকাশ : ০১৯৮৯ ৫৮৮০৫৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ